ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

মসজিদে বিস্ফোরণ: জয়শঙ্করের চিঠি

2021-02-02, 12.00 AM
মসজিদে বিস্ফোরণ: জয়শঙ্করের চিঠি

নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেনকে চিঠি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে দুর্ঘটনায় নিহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জানিয়ে বাংলাদশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে চিঠি লিখেছেন।

চিঠিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে প্রাণহানির ঘটনায় ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন জয়শঙ্কর। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।