ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

তালেবানদের হাতে আরেকটি প্রাদেশিক রাজধানী

আন্র্তজাতিক রিপোর্ট।।ঢাকাপ্রেস২৪.কম

2021-08-11, 12.00 AM
তালেবানদের হাতে আরেকটি প্রাদেশিক রাজধানী

আফগানিস্তানের নবম প্রাদেশিক রাজধানীর পতন ঘটলো তালেবানের হাতে। সর্বশেষ দেশটির উত্তরাঞ্চলের বাদাখসান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখলে নিয়েছে এই উগ্রবাদী গোষ্ঠী।বুধবার (১১ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এ নিয়ে মাত্র ছয় দিনের মধ্যে ৯টি প্রাদেশিক রাজধানী দখল করে নিল তালেবান।

স্থানীয় আইন প্রণেতা জাবিহুল্লাহ আতিক বলেন, গত কয়েক দিন ধরে তালেবানের সঙ্গে তীব্র লড়াই চালানো সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত রাতে তীব্র চাপে পড়েন। এখন তালেবান পুরো শহর দখলে নিয়েছে। দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এএফপি জানায়, তালেবান বাহিনী আফগানিস্তানের উত্তরাঞ্চলে দখল করা এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করেছে। উত্তরাঞ্চলের বড় শহর মাজার-ই-শরিফের কাছাকাছি চলে এসেছে তারা। ফাইজাবাদের পতনের পর প্রচণ্ড চাপে রয়েছে মাজার-ই শরিফ।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আজ বুধবার প্রায় অবরুদ্ধ উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফ সফরে গেছেন।

এর আগে গত শুক্রবার এ অঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জের দখল নেয় তালেবান। গত পাঁচ দিনে ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ ছাড়াও প্রাদেশিক রাজধানী কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।