ঢাকা, রবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪ , বাংলা - 

জেলায় সাংবাদদাতা নিচ্ছে ঢাকাপ্রেস২৪.কম

ডেস্ক রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-08-04, 12.00 AM
জেলায় সাংবাদদাতা নিচ্ছে ঢাকাপ্রেস২৪.কম

অনলাইন নিউজপোর্টাল ঢাকাপ্রেস২৪.কম  এ,বরিশাল,পটুয়াখালী,পিরোজপুর,নোয়াখালী,ফেনী,সিরাজগঞ্জ, বরগুনা, ফরিদপুর, ঝালকাঠি, লক্ষ্মীপুর, কুমিল্লা, দিনাজপুর, নড়াইল, রাজবাড়ি,নেত্রকোনা, ময়মনসিংহ শরীয়তপুর জেলা করেসপন্ডেন্ট নেয়া  হবে।

তরুন, সৎ, উদ্যমী, মেধাবী, পারদর্শীরা যোগাযোগ করুন dhakapress24@gmail.com এই মেইলে।  

 

 + যোগ্যতা:

ক্স   স্নাতক পাস বা অধ্যয়নরত।

ক্স   কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে দক্ষ।

ক্স   দ্রুততম সময়ে নিউজ ভিডিওক্লিপ পাঠাতে দক্ষ।

ক্স   বিশেষ ঘটনায় লাইভ দিতে সক্ষম।

অভিজ্ঞ লোকের শিক্ষাগত যোগ্যতা  শিথিল যোগ্য।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২১