ঢাকা, মঙ্গলবার ২১ই মে ২০২৪ , বাংলা - 

যৌনতার চেয়ে মানুষ এখন গল্প খোঁজে

2021-02-02, 12.00 AM
যৌনতার চেয়ে মানুষ এখন গল্প খোঁজে

আপনি ওয়েব সিরিজে জনপ্রিয় মুখ। 'তিন কাপ চা' বা 'চরিত্রহীন'-এ আপনার কাজ মানুষের ভাল লেগেছে। কী মনে হয় সেন্সর নেই বলেই ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে?ওয়েব সিরিজে হাত খুলে কাজ করা যায়। এটা যেমন ঠিক তেমনি আমি একটা কথা বলতে চাই। ন্যুডিটি আর যৌনতা দেখালেই দর্শক সেটার দিকেই ছুটবে বিষয়টা এমন নয়। কোনও গল্প নেই, ন্যুডিটি দেখালেই হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে দরকার হলে ছুরি কাঁচি চালানো হোক একটু।  হইচই সিরিজে খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। সেখানে গল্পের টানে মানুষ আসছে। এমন অনেক ছবি আছে যা কোটি টাকার ব্যবসা করেছে সেখানে বিন্দুমাত্র ন্যুডিটি নেই। গোটা ভারতবর্ষে যৌনতা নিয়ে অশিক্ষা রয়েছে। ন্যুডিটি দেখে টিআরপি বাড়ছে এটা দুঃখজনক। মানুষ নিজেকে এন্টারটেন করার জন্য এমন মাধ্যম বেছে নিচ্ছে যেটা সামাজি