ঢাকা, মঙ্গলবার ২১ই মে ২০২৪ , বাংলা - 

বিএসআরএম আরও ৬০৫ কোটি কর ফাঁকি

2021-02-02, 12.00 AM
বিএসআরএম আরও ৬০৫ কোটি কর ফাঁকি

শত কোটি টাকার পর নতুন করে আরও ৬০৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ উঠেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেডের বিরুদ্ধে। দেশীয় কাঁচামালের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) উৎসে কর কর্তন বাবদ এই অর্থ দেয়নি প্রতিষ্ঠানটি।

এনবিআরের অতিরিক্ত কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট (আয়কর) ঢাকা এবং চট্টগ্রাম শাখা কার্যালয়ের ২০১৭-১৮ সালের নিরীক্ষাকালে বিএসআরএম স্টীলের আয়কর নথি, বার্ষিক নিরীক্ষিত হিসাব বিবরণী ও রেকর্ডপত্র পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।নিরীক্ষাটি করেছে অডিট কোম্পানি মো. আবদুল হক হাং অডিট এন্ড অ্যাকাউন্টস।

এতে দেখা গেছে, বিএসআরএম স্টীলের অননুমোদনযোগ্য ব্যয় বাদ দিয়ে মোট আয় কম দেখিয়েছে ৬০৫ কোটি ২৩ লাখ ৮২ হাজার ১৯৫ টাকা। ঋণে জর্জরিত কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন সেনগুপ্ত এ বিষয়ে কোনো মন্তব্য করে রাজি হননি।