আগামী বাজেটে ট্যাক্স রেট কমিয়ে বেশি রাজস্ব আহরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৯ উপলক্ষে এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, ট্যাক্স রেট কমিয়ে করের আওতা বাড়ানো হবে। এখন তিল লাখ কোটি টাকার কর আদায় করা হচ্ছে। আশা করছি ট্যাক্স রেট কমিয়ে চার লাখ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। আমরা প্রমাণ করতে চাই, ট্যাক্স রেট কমিয়ে রাজস্ব বাড়ানো সম্ভব।