ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

করোনা সংক্রান্ত তথ্যের স্বচ্ছতার দাবিতে বিবৃতি

2021-02-01, 12.00 AM
করোনা সংক্রান্ত তথ্যের স্বচ্ছতার দাবিতে বিবৃতি

ঢাকা: করোনাভাইরাস সংক্রান্ত নির্ভুল ও স্বচ্ছ তথ্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশের ৮৫ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি করেন।বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ মার্চ সরকারি দফতর জাতীয় রোগতত্ত্ব, রোগ নির্মূল ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ঘোষণা দিয়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণের কথা নিশ্চিত করেছে। আইইডিসিআর এখন পর্যন্ত জনগণকে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য অবহিত করে আসছে।

 আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, আইইডিসিআর প্রদত্ত তথ্যাদি নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ জাগতে শুরু করেছে। তার কারণ দফতরটির ব্রিফিংয়ে দেয়া তথ্যের সঙ্গে মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতার অমিল; এবং গণমাধ্যমের প্রতিবেদনগুলোর সঙ্গে ব্রিফিংয়ে প্রদত্ত তথ্যও পার্থক্য চোখে পড়ার মত উদ্বেগজনক। উপরন্তু, ব্রিফ্রিংটিতে তথ্য যাচাই ও ব্যাখ্যা চাইবার কোনো সুযোগ নেই; যা স্বচ্ছতা ও জবাবদিহিকে ক্ষুন্ন করে বলে আমরা মনে করি।