লকডাউনে বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলো জরুরি ভিসা সেবার জন্য খোলা থাকবে। ভিসা নিতে শিক্ষার্থীরা দূতাবাসে যাতায়াতের সুযোগ পাবেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব জানান।তিনি বলেন, কিছু শিক্ষার্থী আমাদের কাছে এ বিষয়ে কিছুটা শিথিল করার অনুরোধ করেছেন। যেসব মিশনে ইন্টারভিউ থাকবে বিদেশ যাবার জন্য সেগুলো খোলা রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।যেমন আমেরিকা, ইংল্যান্ড যাবার জন্য কারো ইন্টারভিউ থাকলে তাকে দূতাবাস যেতে পুলিশ সহায়তা করবে।