ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত আরো ১৪ দিন বন্ধ

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-06-28, 12.00 AM
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত আরো ১৪ দিন বন্ধ

বাংলাদেশ-ভারত স্থল সীমান্তে সব ধরণের যাতায়াত আরো ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার (২৮ জুন) এ সংক্রান্ত অষ্টম আন্তঃমন্ত্রণালয় সভায় আজ এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা শাখা, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি এবং সীমান্ত জেলাগুলোর প্রশাসকরা অংশ নেন।

সভার সিদ্ধান্ত মতে, ১৪ জুলাই পর্যন্ত সীমান্তের সব স্থলবন্ধর বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে চলাচল করা যাবে। পণ্য পরিবহন আগের নিয়মে চলবে।উল্লেখ্য, ভারতের সঙ্গে স্থল সীমান্ত ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। ১ জুলাই থেকে তা আরো ১৪ দিন কার্যকর থাকবে।