বংশাল শাখার নিজেদের অভ্যন্তরীণ অডিটে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হদিস পায়নি ঢাকা ব্যাংক। ব্যাংকের ভল্ট থেকে টাকাগুলো ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন শাখার ম্যানেজার।বৃহস্পতিবার (১৭ জুন) রাতে এমন অভিযোগের পর ব্যাংকের ইমরান ও রিফাত নামে দুই কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বংশাল থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।
বংশাল থানার পরিদর্শক (অপারেশনস) আবুল কালাম জানান, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন, ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন। ব্যাংকের ওই শাখার ইন্টারনাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে বলে জানা যায়।
ব্যাংক কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন, মামলা দায়েরের পর আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, বৃহস্পতিবার (১৭ জুন) রাতে ঢাকা ব্যাংকের বংশাল শাখা ম্যানেজার আবু বক্কর সিদ্দিক তাদের দুই কর্মকর্তাকে থানায় সোপর্দ করেছেন। তার অভিযোগ, অভ্যন্তরীণ অডিটের মাধ্যমে তারা জানতে পেরেছেন ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
থানায় সোপর্দ করা দুই কর্মকর্তা ওই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির ম্যানেজার। তাই আটক দুই কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।