ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-06-14, 12.00 AM
রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।এর আগে গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।সোমবার (১৪ মে) সকালে রাজশাহী মেডিক্যল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ২ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, তিনজন রাজশাহী, মেহেরপুরের একজন ও নাটোরের একজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩ জন রয়েছেন। আজ সকাল ৬টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৩০৭ জন। অথচ শয্যা সংখ্যা ২৭১টি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা আক্রান্ত রোগীরা অনেক দেরিতে হাসপাতালে আসছেন। আক্রান্ত হওয়ার একপর্যায়ে যখন দেখতে পাচ্ছেন আর নিয়ন্ত্রণ করা সম্ভব না তখন হাসপাতালে আসছেন। রোগীরা দেরি করে ফেলায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন রামেক হাসপাতালের পরিচালক।