ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

জিয়ার শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-05-29, 12.00 AM
জিয়ার শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ



বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনে অসহায় গরিব ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর হর্টিকালচার সংলগ্ন এলাকায় জেডআরএফ’র উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

পরে মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকা, ধানমন্ডির তাকওয়া জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্ত্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে প্রায় চার শতাধিক গরিব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেডআরএফ গঠিত উপকমিটির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম, সদস্য কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকোশলী মাহমুদুর রহমান মান্না, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির মনন, ডাঃ সাজিদ ইমতিয়াজ, শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, আসিফ হোসেন রচিসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার প্রমুখ।

উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে একটি উপ-কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই কমিটির উদ্যোগে তিন দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শনিবার (২৯ মে) খাবার বিতরণ ছিল প্রথম দিনের কর্মসূচী। আগামীকাল রোববার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগর সংলগ্ন জিয়ার মাজার জিয়ারত এবং মঙ্গলবার (১ জুন) জেডআরএফের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।