ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

রোজিনাকে গ্রেফতারে নিন্দা ১০ সাংস্কৃতিক সংগঠনের

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-05-18, 12.00 AM
রোজিনাকে গ্রেফতারে নিন্দা ১০ সাংস্কৃতিক সংগঠনের

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটক এবং নিগৃহীত করার সংবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উদ্বেগ প্রকাশ করেছে দেশের দশ সাংস্কৃতিক সংগঠন৷

মঙ্গলবার (১৮ মে) সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী কমিটির সদস্য হানিফ খান স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়৷

বিবৃতি পাঠানো সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ পথ নাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ চারু শিল্পী সংসদ৷

বিবৃতিতে এসব সংগঠনের নেতারা বলেন, একজন অনিসন্দিতসু সাংবাদিক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহু অনিয়ম ও দুর্নীতির তথ্য তিনি মানুষের কাছে ইতোমধ্যে তুলে ধরেছেন। তার ওপর উক্ত মন্ত্রণালয়ের রাগের কারণ কারো বুঝতে বাকি নেই।
আমরা মনে করি এ ধরনের অনাকাঙিক্ষত ঘটনা সাংবাদিকতা এবং তথ্য প্রকাশের ওপর অশনিসংকেত।

তারা অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিগৃহীতকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান৷