ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমাকে হেনস্তা

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-05-18, 12.00 AM
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমাকে হেনস্তা

‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।মঙ্গলবার (১৮ মে) রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে বেরিয়ে যাওয়ার পথে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম একথা বলেন।   এদিন দুপুরে রিমান্ড শুনানিকালে এজলাসকক্ষে আইনজীবীদের নির্ধারিত বেঞ্চে রোজিনাকে বসানো হয়। বিচারক এজলাসকক্ষে প্রবেশ করলে তিনি দাঁড়িয়ে যান। এসময় আইনজীবীর মাধ্যমে অনুমতি নিয়ে ফের তিনি বেঞ্চে বসেন।

 তার পক্ষে বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তবে এসময় রোজিনাকে বিচারক কিছু জিজ্ঞাসা করেননি এবং তিনি নিজ থেকেও কিছু বলেননি। তবে সিএমএম আদালতের এজলাসকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা রোজিনাকে জিজ্ঞেস করেন, আপনার কিছু বলার আছে কিনা?

জবাবে রোজিনা বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। ’আর কোনো কথা বলতে না দিয়ে পুলিশ তাকে সরিয়ে নেয়।  এর আগে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা পাঁচদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেছেন।