ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
সময়: ০১:৫৪:৩০ AM

লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালীতে রিজভী

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
27-04-2025 01:58:20 PM
লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালীতে রিজভী

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন পটুয়াখালীর দুমকি উপজেলার গর্বিত সন্তান শহীদ জসিম উদ্দিন। তার কন্যা লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালীতে গেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে রুহুল কবির রিজভী পটুয়াখালী এসে পৌঁছেছেন।লামিয়ার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তিনি তাদের বাড়িতে অনুষ্ঠিত জানাজায় অংশ নিবেন। এর আগে, শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লামিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।সাহসিকতার সঙ্গে তিনি নিজেই থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে দুমকি থানা পুলিশ অভিযুক্ত দুই আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।লামিয়ার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।জানাজায় অংশ নিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন।