ঢাকা, রবিবার ৫ই মে ২০২৪ , বাংলা - 

সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2024-01-04, 12.00 AM
সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর অঞ্চলে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’-এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) যশোর ছাড়াও সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’-এর আওতায় ৩ জানুয়ারি থেকে অসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।