ঢাকা, রবিবার ৫ই মে ২০২৪ , বাংলা - 

বুদ্ধিজীবী দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:ঢাকাপ্রেস২৪.কম

2023-12-15, 12.00 AM
বুদ্ধিজীবী দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান জবি উপাচার্য।শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন‌ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন,ইন্সটিটিউটের পরিচালক, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, কর্মকর্তা ও কর্মচারীরা।প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি কালো ব্যাজ ধারণ করেন সবাই৷