ঢাকা, শনিবার ৪ই মে ২০২৪ , বাংলা - 

গণতন্ত্রের বিজয় অক্টোবরেই হবে: দুদু

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪,কম

2023-09-30, 12.00 AM
গণতন্ত্রের বিজয় অক্টোবরেই হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের প্রথম বিজয় আমরা ৯০-তে করেছি। দ্বিতীয় বিজয় আমরা দেখতে চাই। এবং সেটি অক্টোবরের মধ্যেই হবে, হবেই হবেই হবেই।শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং সাবেক ছাত্রদল নেতৃবৃন্দদের উদ্যোগে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের নিঃশর্ত মুক্তির দাবিতে একা আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন।দুদু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে এই সরকার। নেত্রীকে এই মৃত্যু হাত থেকে যদি বাঁচাতে হয় তাহলে ঘরের মধ্যে সময় কম দিতে হবে। রাস্তায় দাঁড়াতে হবে। রাস্তায় নামা ছাড়া নেত্রীর মুক্তির অন্য কোনো পথ নাই। বেগম জিয়াকে মুক্ত করতে এই সরকারের পদত্যাগ করাতে হবে। সরকারের পদত্যাগ ছাড়া বেগম জিয়া মুক্ত হবে না। রাস্তায় নামা ছাড়া আমানের মু‌ক্তি হ‌বে না।’

 

তিনি বলেন, ‘কে কখন জেলে যাই ঠিক নাই। কার কখন বিচার হয় সাজা হয় এটারও ঠিক নাই। তবে একটা বিষয় ঠিক আছে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছে না। চারদিকের অবস্থা ভালো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেছে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন হবে না। এতদিন বললেন শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না। এখন বাদ দেওয়ার প্রশ্ন চলে এসেছে। সবকিছু আল্লাহই ভাল জানে। তবে এই জীবনে কম তো দেখলাম না। এরশাদকে দেখেছি, তার আগেও অনেক কিছু দেখেছি।’ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বিএনপি যদি আবার এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে।’বিএনপি’র যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সঞ্চালনা আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ডাকসুর সাবেক নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।