ঢাকা, মঙ্গলবার ৭ই মে ২০২৪ , বাংলা - 

কেরাণীগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ৬

মোঃশাকুর খান শুভ, কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ

2023-08-22, 12.00 AM
কেরাণীগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ৬

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ আটিবাজার ইউসিভি ব্যাংক এর সামনে মোঃ আলী(২৬) ও মোঃ হাবিবুল ইসলাম রানা(৩০) এর হাতে দুটি সন্দেহজনক আটার প্যাকেট তল্লাশীকালে প্যাকেটে পৃথক ভাবে ৫০০ পুড়িয়া করে সর্বমোট ১০০০ পুড়িয়া (১০০ গ্রাম) হেরোইন পায় । তাদেরকে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, কেরাণীগঞ্জের ঘাটারচরে ০২ টি আলাদা কারখানায় হেরোইন প্রক্রিয়াজাত করার পর এভাবে প্যাকেজিং করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়। কারখানা থেকে হেরোইন কখনও মসলার প্যাকেটে, কখনো আটার প্যাকেটে যাহা ইলেক্ট্রিক প্যাকেটিং মেশিন দিয়ে মুখ আটকিয়ে ঢাকা সহ কেরাণীগঞ্জের আশেপাশে বিভিন্ন জায়গায় বাজারজাত করে থাকে।

উক্ত তথ্য পাওয়ার সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার  শাহাবুদ্দিন কবীর(বিপিএম) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মামুনুর রশিদ পিপিএম এর সমন্বয়ে এসআই (নিঃ) ইমরান হোসেনসহ কেরাণীগঞ্জ মডেল থানার একটি আভিযানিক দল আরশিনগরের লেক সিটি এলাকায় অভিযান পরিচালনা করে এসডি মহল এর ৪র্থ তলায় একটি হেরোইন তৈরী, প্যাকেজিং ও বাজারজাতকরনের কারখানার সন্ধানের পর অভিযান পরিচালনা করে   ফয়েল পেপারের ৯৮ টি বান্ডিল পাওয়া যায় যাহা দ্বারা হেরোইন এর পুরিয়া বানানো হয়। বিভিন্ন ব্যান্ড এর আটা-ময়দা, হলুদের গুড়া, মরিচের গুড়া এর ১০০০ টি খালি প্যাকেট পাওয়া যায়। মূলত উক্ত খালি প্যাকেটের মধ্যে হেরোইনের পুরিয়া গুলো ঢুকিয়ে ইলেক্ট্রিক মেশিন দ্বারা মুখ আটকিয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অত্যন্ত অভিনব কায়দায় সুকৌশলে হেরোইন ডিএমপির বিভিন্ন এলাকায় বাজারজাত করে থাকে সংঘবদ্ধ একটি মাদকচক্র । উক্ত কারখানা হতে হেরোইন প্রস্তুত ও প্যাকেজিং এর সাথে জড়িত হেলাল(৪৫) ও বিপ্লব(২২) কে সর্বমোট প্রায় ১ কেজি হেরোইনসহ গ্রেফতার করা হয়। এছাড়াও উক্ত কারখানা হতে হেরোইন প্রস্তুত এর বিভিন্ন কম্পোজিশন ব্লেন্ডিং করার জন্য ব্লেন্ডিং মেশিন, ইলেক্ট্রিক প্যাকিং মেশিন, ওজন মাপার ডিজিটাল মেশিন, হেরোইন এর বিভিন্ন কেমিক্সসহ আনুসাঙ্গিক বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত হেলাল ও বিপ্লব এর দেওয়া তথ্যমতে আটিবাজারের সুজন হাউজিং এর ১০ নাম্বার রোড এর সি-ব্লক এর ভাড়া বাসার নিচতলায় তাদের অপর আরেকটি কারখানা অভিযান পরিচালনা করে বিল্লাল(২২) ও শরিফুলকে (২০) গ্রেফতার করে তাদের হেফাজত হতে প্রায় ১ কেজি হেরোইন  উদ্ধার করা হয়। উক্ত কারখানা থেকেও হেরোইন প্রস্তুত ও বিপনন এর সাথে জড়িত আনুষাঙ্গিক বিভিন্ন মালামাল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান   তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অভিনব কায়দায় হেরোইন প্রক্রিয়াজাত করে বিভিন্ন আটা-ময়দা ও মসলার প্যাকেটে প্যাকেজিং করে ডিএমপির বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিল। সংঘবদ্ধ এই মাদকচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে ও মামলা প্রক্রিয়াধীন আছে।