ঢাকা, শনিবার ১১ই মে ২০২৪ , বাংলা - 

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ৩ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2023-08-06, 12.00 AM
ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ৩ প্রতিনিধি

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে চলতি মাসে দুটি, আর আগামী মাসে আরও একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। এর মধ্যে রোববার (৬ আগস্ট) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।ঢাকায় তিন দিন সফরকালে রিচার্ড নেফিউ দুর্নীতি দমন ও অর্থ পাচার বন্ধে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। তিনি   দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও অর্থ পাচার নিয়ে কাজের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগস্ট মাসের মাঝামাঝিতে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস।আগামী মাসের প্রথম দিকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।  

সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসেছিল। প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে জোর দেন।  যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সম্প্রতিকালের ঘন ঘন ঢাকা সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে মজবুত করতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন, কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়।