ঢাকা, শনিবার ১১ই মে ২০২৪ , বাংলা - 

চিকিৎসকদের কর্মবিরতি ও অনশন

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2023-07-09, 12.00 AM
চিকিৎসকদের কর্মবিরতি ও অনশন

ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও গণঅনশন কর্মসূচি পালন করছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার (৯ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কর্মসূচিতে আন্দোলনকারীরা ‘যদি চাও ভালো চিকিৎসা, করো আমাদের বাঁচার ব্যবস্থা’; ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার টাকা ভাতা চাই’; ‘পেটে আমার ক্ষুধা, সেবা দিবো কোথা?’; ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।তাদের দাবিগুলো হচ্ছে- মাসিক বেতন ২০ হাজার থেকে ৫০ হাজারে উন্নীত করা, বকেয়া ভাতা পরিশোধ করা ও নিয়মিত ভাতা প্রদান।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাবিবুর রহমান বলেন, আমাদের দাবি একটাই ভাতা বৃদ্ধিকরণ। আমরা প্রতিদিন কর্মসূচি ঠিক করি। আজকে গণঅনশন কর্মসূচি পালন করছি। পরবর্তী কর্মসূচি আমরা আলোচনা করে ঠিক করব। সেটা জাতীয় প্রেস ক্লাব কিংবা শাহবাগ অবরোধও হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অনশনকারী বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন দিলে আমরা এখনই কাজে ফিরে যাব। ঈদে আমাদের কোনো বোনাস দেওয়া হয় না। মাসে মাত্র ২০ হাজার টাকা পাই। তা দিয়ে ঢাকা শহরে পরিবার নিয়ে কীভাবে থাকব?