ঢাকা, শনিবার ১১ই মে ২০২৪ , বাংলা - 

বিভিন্ন ব্যান্ডের মোবাইল সিম ও মেমোরি কার্ড উদ্ধার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি।।ঢাকাপ্রেস২৪.কম

2023-04-02, 12.00 AM
বিভিন্ন ব্যান্ডের মোবাইল সিম ও মেমোরি কার্ড উদ্ধার

২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সাব-ইন্সপেক্টর(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ শাখার জিডি নং-১২৭ ও অভিযান সিসি নং- ২৩/২৩ তারিখ- ২৯/০৩/২০২৩ খ্রিঃ মূলে নেত্রকোনা জেলার খালীয়াজুরী থানার লেপসিয়া তদন্তকেন্দ্রের এসআই(নিঃ)/ নজীবুল হক এর সহায়তায় ছমিরপুর গুচ্ছ গ্রামে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার ডিলার মোঃ বাইতুল মিয়া @ মাহিন সেলার (২৯), পিতা- মোঃ নূর ইসলাম, মাতা- মৃত সামসুন্নাহার, সাং- লেপসিয়া, থানা- খালীয়াজুরি, জেলা- নেত্রকোনাকে গ্রেফতার করেন এবং তাহার দখল হইতে ০৪ (চার ) টি মোবাইল ফোন যাহা তিন পাত্তি গোল্ড সহ বিভিন্ন অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ও বিভিন্ন কোম্পানির ১৫ (পনের) টি সিম এবং ০১ (এক) টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে ও তাহার জব্দকৃত মোবাইলের বিভিন্ন অ্যাপস্ পর্যালোচনায় প্রাথমিক ভাবে তাহাকে অনলাইন জুয়া পরিচালনাকারী হিসাবে প্রতিয়মান হয়। তাহার অনলাইন জুয়ার পরিচালনার আইডি নং- তিন পাত্তি গোল্ড ZDBB 631 এ সংক্রান্তে মুক্তাগাছা থানার মামলা নং ০১ তারিখ ০১/০৪/২০২৩ খ্রিঃ, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০(২) রুজু করা হয়।