ঢাকা, মঙ্গলবার ২১ই মে ২০২৪ , বাংলা - 

নারায়ণগঞ্জে আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

2021-02-01, 12.00 AM
নারায়ণগঞ্জে আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বিউটি বেগম কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ বুধবার ভোরে চনপাড়া বস্তির সামনে এই ঘটনা ঘটে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আ.লীগ নেত্রীর ছেলে পারভেজ জানান, ডায়াবেটিসের রোগী হওয়ায় তার মা প্রতিদিন ভোরে হাঁটত বের হন। আজ ভোরে হাঁটার সময় দুর্বৃত্তরা তার মাকে কুপিয়ে চলে যায়।তার দাবি, প্রতিপক্ষের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।

পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন জানান, আজ সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। নিহতের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন।