ঢাকা, শনিবার ২৩ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রে২৪.কম

2024-11-23, 12.00 AM
 পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন শিক্ষার্থী। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের উদয়খালী গ্রামে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের বহনকারী বাসে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।তাঁরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাঁরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। জানা গেছে, আজ সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল বিভাগের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী পিকনিকের উদ্দেশ্যে শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে মাটির মায়া ইকো রিসোর্টে রওনা হন। বিআরটিসির দোতলা ছয়টি বাস ও তিনটি মাইক্রোবাসযোগে আসার পথে উদয়খালী এলাকায় পৌঁছলে একটি বাস বিদ্যুতের হাইভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়।স্থানীয়রা জানান, বিদ্যুতায়িত হওয়া বাসটিতে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মমেক হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘তিনজন শিক্ষার্থীকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।আহত কয়জন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’