ঢাকা, বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস নরেন্দ্র মোদী

ডেস্ক রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম

2024-06-09, 12.00 AM
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে। এদিন শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদী। তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।