ঢাকা, শনিবার ২৩ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

দিল্লিবাড়িতে যাওয়ার চেষ্টা! তৎপর দু’পক্ষই

ডেস্ক রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম

2024-06-05, 12.00 AM
দিল্লিবাড়িতে যাওয়ার চেষ্টা! তৎপর দু’পক্ষই

দিল্লি দখলের চেষ্টায় বিজেপি ও কংগ্রেস দৌড় ঝাপ শুরু করেছে।  এদিকে নরেন্দ মোদী প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নতুন প্রধানমন্ত্রী  হতে প্রস্তুতি নিচ্ছে এমনই খবর বিজেপি ঘরের। এদিকে  কংগেস নেতা রাহুল গান্ধির সাথে চন্দ্রবাবু নায়ডুর বৈঠকের খবর ছড়িয়ে পড়ছে দিল্লি জুড়ে।  সকলেই তাকিয়ে আছে শেষ পর্যন্ত কে দিল্লি দখল করতেছে। নরেন্দ মোদী না অন্য কেউ।

বিজেপি ২৪০

কংগ্রেস ৯৯

এসপি ৩৭

তৃণমূল ২৯

ডিএমকে ২২

টিডিপি ১৬

জেডিইউ ১২

শিবসেনা(উদ্ধব) ৯

শিবসেনা(শিন্ডে) ৭

এনসিপি(শরদ) ৮

এলজেপি ৫

ওয়াইএসআরসিপি ৪

সিপিআইএম ৪

আরজেডি ৪

আপ ৩

জেএমএম ৩

আইইউএমএল ৩

জেডিএস ২

জেকেএন ২

সিপিআই ২

আরএলডি ২

জেএনপি ২

সিপিআইএমএল ২

ভিসিকে ২

এজিপি ১

কেসি(এম) ১

আরএসপি ১

এনসিপি(অজিত) ১

ভিওটিপিপি ১

জ়েডপিএম ১

অকালি দল ১

আরএলটিপি ১

এসকেএম ১

এমডিএমকে ১

এএসপিকেআর ১

এআইএমআইএম ১

ইউপিপিএল ১

আপনা দল ১

এজেএসইউপি ১

ভারতএপি ১

এইচএএম (এস) ১

নির্দল ৭