আরো দুই বছরের জন্য স্পেন জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন লুইস ডি লা ফুয়েন্তে। স্প্যানিশ ফুটবল ফেডারশেন (আরএফইএফ) গতকাল এই ঘোষনা দিয়েছে।৬২ বছর বয়সী স্প্যানিয়ার্ড ডি লা ফুয়েন্তে ২০২২ সালে বিশ^কাপ থেকে বিদায় নেবার পর লুইস এনরিকের স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত বছর ডি লা ফুয়েন্তের অধীনে স্পেন নেশন্স লিগের শিরোপা জয় করে। একইসাথে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে স্পেন।আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো আসর শুরু করবে স্পেন। এর আগে এ সপ্তাহে প্রস্তুতি ম্যাচে এ্যান্ডোরা ও নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।
ডি লা ফুয়েন্তের নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের বিশ^কাপ পর্যন্ত থাকবে বলে আরএফইএফ তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে।