গণতন্ত্র পূনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে মেহেরপুরে জেলা বিএনপি’র অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল,কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যর বৃদ্ধির প্রতিবাদে এ অবস্থান কর্মসুচী পালন করে দলটি। সকাল সাড়ে ১০টায় শুরু করে দুপুরে শেষ হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচীতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিণ্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আলমগীর খাঁন সাতু, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাাডঃ মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লা বাবুল মাস্টার, যুগ্ম সম্পাদক ফয়েজ মহাম্মদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ। অবস্থান কর্মসুচীতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।