
কর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে মনোনায়ানপত্র জমা দিয়েছেন শ্রমিক নেতা জনাব হারুন মিয়া।মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩ইং) বিকাল টার দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর এলাকার ভোটাসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনায়ন পত্র জমা দেন।এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবদুল আলিম,সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল পরিচালনা কমিটির সদস্য তাজুল ইসলাম, সাংবাদিক এ কে আজাদ, আবু রাসেল সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রানা, শ্রমিকলীগ নেতা আলম, জসিম সহ প্রমুখ।
জনাব হারুন মিয়া সাংবাদিকদের জানান, আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি সাবেক সহ সাধারণ সম্পাদক আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা। সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষকলীগ খাগড়াছড়ি জেলা শাখা। সভাপতি জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা। সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা কমিটি অরাজনৈতিক সংগঠন। সম্মানিত সদস্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা কমিটি অরাজনৈতিক সংগঠন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সভাপতি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্কুল তবলছড়ি। সিনিয়র সহ-সভাপতি সমাজ পরিচালনা কমিটি ৭ নং ওয়ার্ড চৌধুরীপাড়া মাটিরাঙ্গা পৌরসভা।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি পদপ্রার্থী। বিজয়ের ব্যাপারে আশাবাদী। ১৯ মার্চ কাউন্সিল সকলের কাছে দোয়া চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই কাউন্সিল টি খুবই গুরুত্বপূর্ণ। সিলেকশন নয়, আমি ইলেকশনে বিজয়ী হয়ে জনগনের খেদমত করতে চাই।