
শীতের তীব্রতার মাঝে উষ্ণতা ছড়ানোর জন্য এগিয়ে এসেছে মানব ছায়া। মাটিরাঙ্গা পৌরসভার নবীনগরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এই মানবাধিকার সংগঠন টি।রবিবার বিকাল ৪টায় নবীনগরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠন টির সভাপতি জসিম উদ্দিন জয়নাল।উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইনজীবী আবুল কালাম আজাদ, আবু রাসেল সুমনসহ প্রমুখ।সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শীতের তীব্রতা সবাই বুঝতে পারে। কিন্তু কষ্টপায় সকল সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ। মানব ছায়া সকল অসহায় মানুষের জন্য কাজ করে। তারই অংশ হিসেবে আজ উষ্ণতার উপকরণ কম্বল তুলে দিল অসহায় দের মাঝে। বিগত করোনা মহামারী কালীনও মানব ছায়া কাজ করেছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য কাজ করবে।