ঢাকা, বৃহস্পতিবার ২৮ই মার্চ ২০২৪ , বাংলা - 

শেরপুরে ১৪ মামলার আসামী গ্রেফতার

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ঢাকাপ্রেস২৪.কম

2022-11-21, 12.00 AM
শেরপুরে ১৪ মামলার আসামী গ্রেফতার

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২০ নভেম্বর বোরবার রাত ৮টার দিকে ৫০০ গ্রাম গাঁজাসহ ১৪টি মামলার আসামী মো. জহুরুল হক ওরফে জহুরুল কসাইকে গ্রেফতার করেছে। মো. জহুরুল হক ওরফে জহুরুল কসাই শ্রীবরদী উপজেলার চরশিমুলচড়া এলাকার মো. মকছেদ আলীর ছেলে। 

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়ন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী উপজেলার চরশিমুল চড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ ১৪টি মাদক মামলার আসামী মো. জহুরুল ওরফে জহুরুল কসাইকে গ্রেফতার করা হয়। 

 

জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মো. জহুরুল হক ওরফে জহুরুল পেশায় কসাই হলেও সে একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ থানা ও শেরপুর জেলার শ্রীবরদী থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা এবং এসব মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

এব্যাপারে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি নতুন মামলা দায়ের করা হয়েছে।  ২১ নভেম্বর সোমবার দুপুরে মো. জহুরুল হক ওরফে জহুরুল কসাইকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।