সম্প্রতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের সেশন ইনসেপশন প্রোগ্রাম ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিন এর সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ। ইউনিভার্সিটির রেজিস্ট্রার, এম.বি.এ কো-অর্ডিনেটর, বিইউপি'র সহকারী অধ্যাপক ও হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি’র একজন পিএইচ.ডি গবেষক সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
বিশেষ অতিথি বিএইচবিএফসি'র চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন আজকের তরুণ মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর আখ্যায়িত করে তাঁদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে বিশ্বায়নের উপযোগী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।