ঢাকা, সোমবার ১৪ই ডিসেম্বর ২০২০ , বাংলা - 

জাতিসংঘ মানবাধিকার পরিষদে 'ব্যর্থ' হলো সৌদি

ঢাকাপ্রেসটোয়েন্টিফোর.কম

বুধবার ১৪ই অক্টোবর ২০২০ সকাল ১১:৩৬:০৩

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ার যে প্রয়াস ছিল তাতে ব্যর্থ হয়েছে সৌদি আরব। তবে রাশিয়া, চীন ও কিউবার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও দেশগুলো সদস্যপদ পেয়েছে।

গত বৃহস্পতিবার নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিল। এরপর মঙ্গলবারের ভোটে দেশটি হেরে যায়। এবারের ভোটে ১৫ টি দেশ সদস্য পদ লাভ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, সৌদি আরবের পক্ষ থেকে ব্যাপকভাবে মানবাধিকার লংঘন করা হয় এবং মানবাধিকার কর্মী ও দেশটির রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মারাত্মক দমন পীড়ন চালানো হয়।

এদিকে চীন ও রাশিয়ার মত দেশগুলো সদস্য পদ পাওয়ায় অনেকে এর কড়া সমালোচনা করেছেন। জাতিসংঘ ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নিউয়ার বলেন, আজ মানবাধিকারের জন্য একটি কালো দিন। ভয়েস অব আমেরিকা