ঢাকা, শুক্রবার ১৯ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

এ বার ভারতে সাইবার হানার চিনা ছক

2021-02-02, 12.00 AM
এ বার ভারতে সাইবার হানার চিনা ছক

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের পরে এ বার ছক সাইবার হানাদারির। সাইবার নজরদারি সংস্থা (সাইবার সিকিওরিটি ভেন্ডর) ‘সাইফার্মা’কে উদ্ধৃত করে রবিবার প্রকাশিত একটি খবরে দাবি, চিনের পিপলস লিবারেশন আর্মির মদতে পুষ্ট অন্তত দু’টি হ্যাকার-গোষ্ঠী ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমের ওয়েবসাইটে হানা দেওয়ার পরিকল্পনা করেছে। চিনা সাইবার হামলা ঠেকাতে ভারতের তরফে দ্রুত সতকর্তা প্রয়োজন বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

চিন সেনার মদতে পুষ্ট ‘গথিক পান্ডা’ এবং ‘স্টোন পান্ড’ গোষ্ঠীর হ্যাকাররা ভারতে সাইবার হামলার জন্য সক্রিয় হয়েছে বলে ‘সাইফার্মা’র চেয়ারম্যান এবং সিইও কুমার রীতেশ এ দিন জানিয়েছেন। তিনি বলেন, ‘‘চিন সেনার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা ওই দু’টি সংস্থার হ্যাকারেরা আগেও বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়েছে।’’

কী ভাবে হতে পারে হামলা?