ঢাকা, শনিবার ২০ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

হারানো চুল আপনি ফেরাবেন কী ভাবে

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-09-17, 12.00 AM
হারানো চুল আপনি ফেরাবেন কী ভাবে

নিজেকে যেমন দেখাচ্ছে, তাতেই খুশি হলে তো সমস্যাই ছিল না। কিন্তু অনেকেই হন না। আয়নার সামনে দাঁড়ালেই মনে হয়, রূপে বদল চাই। নিজেকে নতুন রূপে দেখতে পেলে কী যে ভাল হয়! বিশেষ করে যদি মাথায় টাক পড়তে শুরু করে, তখন হারানো চুল ফেরাতে ইচ্ছা কার না করে? কিন্তু যে চুল পড়ে গিয়েছে, তা কি ফেরানো যায়?রয়েছে কয়েকটি ঘরোয়া টোটকা, যার মাধ্যমে সহজেই টাকে আবার চুল ফিরিয়ে আনা সম্ভব।

১) তালুতে নিয়মিত মাসাজ করা যায়। তাতেই চুলের গোড়া তরতাজা হয়।

২) বাড়িতে একটি অ্যালো ভেরা গাছ লাগিয়ে নিন। তার জেল রোজ বার করে মাথার তালুতে লাগান। এক ঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলুন।

৩) মাছের তেলও চুলের জন্য জরুরি। এই তেলে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তার প্রভাবে তাড়াতাড়ি চুল গজায়।

৪) টাকে চুল ফিরিয়ে আনতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজের রস। সারা রাত মাথায় মেখে রেখে সকালে ধুয়ে ফেলুন। }

৫) নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। তার পর তা ভাল ভাবে মাথায় মেখে নিন। কয়েক দিনেই নতুন চুল দেখা দেবে।