ঢাকা, শুক্রবার ১৯ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

মিথ্যা সংবাদ,সুপ্রভাত সিডনিকে লিগ্যাল নোটিশ

অষ্ট্রেলিয়া প্রতিনিধি।।ঢাকাপ্রে২৪.কম

2021-07-24, 12.00 AM
মিথ্যা সংবাদ,সুপ্রভাত সিডনিকে লিগ্যাল নোটিশ

সিডনির স্বনামধন্য স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি ফার্ম এইচবিডি অস্ট্রেলিয়ার মালিক আবু সাদাত সরকারের বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় ‘সুপ্রভাত সিডনিকে’ লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।গত ১৯ জুলাই সুপ্রভাত সিডনিতে আবু শাদাত সরকার এবং তাঁর সংস্থা এইচবিডি সার্ভিসেসের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যাহা সম্পূর্ন মিথ্যা, বিভ্রান্তিমূলক, ভিত্তিহীন ও মানহানিকর।

নোটিশে বলা হয়, এই মিথ্যা এবং মানহানিকর অভিযোগগুলি তার ব্যবসায়িক এবং বাংলাদেশী কমিউনিটির মধ্যে সুনামের যথেষ্ট ক্ষতি করেছে। নোটিশ সরবরাহের ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ্যভাবে অভিযোগগুলি প্রত্যাহার, এইচবিডি অস্ট্রেলিয়ার মালিক আবু সাদাত সরকারের কাছে এবং জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সমস্ত আইনী ব্যয় সুপ্রভাত সিডনিকে বহন করতে হবে।

উল্লেখ্য যে, সুপ্রভাত সিডনি বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক সমবাদ প্রকাশ করে বাংলাদেশ কমিউনিটির সুনাম ক্ষুন্ন করছে। ইতিপুর্বে এই পত্রিকার বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তি উকিল নোটিশ প্রদান করেছে এবং পত্রিকা কর্তৃপক্ষ এরজন্য নিশর্ত ক্ষমা চেয়েছে।