ঢাকা, শুক্রবার ২৯ই মার্চ ২০২৪ , বাংলা - 

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-07-07, 12.00 AM
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুই বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে কেঁপে উঠে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলা। জানা যায় এটির উৎপত্তি হয় ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে প্রথমে মৃদু ভূকম্পন অনুভূত হলেও কয়েক সেকেন্ড পর দ্বিতীয় বারের মত একটু বেশি মাত্রায় ভূকম্পন অনুভূত হয়।

পরপর দুই বার ভূমিকম্পের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা-বাড়িসহ বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নিচে নেমে আসতে দেখা যায়। তবে কোথাও কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।