ঢাকা, শুক্রবার ১৯ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

ভারতে সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-06-12, 12.00 AM
ভারতে সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে

ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন। যদিও গত তিনদিন ধরে ৩ দিন ধরে ৯০ হাজারের বেশি ছিল করোনা সংক্রমণ।তবে সংক্রমণ কমলেও কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ফের ৪ হাজার ছাড়াল করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হল ৩ লাখ ৬৭ হাজার ৪১ জন।

বুধবার (১২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়, একদিনে মৃত্যুর হার হঠাৎ করে বেশি হলেও, ভারতে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত ৫ দিন ধরেই সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে। দেশে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে এক লাখ ২১ হাজার ৩১১ জন। প্রায় মাস ধরেই তা ধারাবাহিক ভাবে কমছে। কমতে কমতে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নিচে নেমেছে।

মে মাসে কিছু কম হলেও, জুনের শুরু থেকেই গতি পেয়েছে ভারতের করোনা টিকা প্রদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা পেয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি জন। এ নিয়ে ভারতে মোট টিকা দেওয়া হয়েছে ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি।